E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

তারুণ্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

২০২৫ জানুয়ারি ২৩ ১৮:৪১:৪৭
তারুণ্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেছেন, যে কোনো পরিবর্তন তরুণদের হাত দিয়েই হয়ে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে মানুষ। তরুণরাই বাংলাদেশকে নতুনভাবে সূচনা করেছে। এই তরুণদেরকে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে।

আজ বৃহস্পতিবার পাংশা উপজেলা হলরুমে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন।

তিনি বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা সারাদেশ ব্যাপী হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আগামীর বাংলাদেশকে একটি সুন্দর জবাবদিহিতামূলক ও সুশাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যে সারাদেশের মত পাংশায় তারুণ্যর যে উৎসব পালিত হচ্ছে তারই অংশ হিসেবে কর্মশালার আগে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা সহ স্থানীয়ভাবে কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন,তারুণ্যের ভাবনায় আমরা এগিয়ে যেতে চাই। তরুণরা কিভাবে ভাবছে এই দেশকে কিভাবে এগিয়ে নিতে চাচ্ছে। তাদের এই যে প্রতিফলন চিন্তা চেতনা কর্মকর্তা, জনপ্রতিনিধি আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে যেন তারুণ্যের ভাবনাটা ছড়িয়ে পড়ে। তারুণ্যের বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। যেখানে থাকবে সুশাসন থাকবে জবাবদিহিতা থাকবে স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ।আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারুণ্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কর্মশালা শেষে উপজেলা প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃখোয়াজজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসলাম হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাগর শিকদার, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ প্রমুখ।

(একে/এসপি/জানুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test