E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে ফেরীর পোষ্ট ভেঙে ট্রাক অর্ধেক নদীতে, ৫ ঘণ্টা পর ফেরী চলাচল বন্ধ

২০২৫ জানুয়ারি ২৩ ১৮:৩৫:১৫
বাগেরহাটে ফেরীর পোষ্ট ভেঙে ট্রাক অর্ধেক নদীতে, ৫ ঘণ্টা পর ফেরী চলাচল বন্ধ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ফেরীর বেরিয়ার পোষ্ট ভেঙ্গে কাঠবোঝাই একটি ট্রাকের অর্ধেক নদীর মধ্যে ঝুলে ধাকায় ৫ ঘণ্টা ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাগেরহাট- মোরেলগঞ্জ- শরণখোলা আঞ্চলিক মহসড়কের পানগুছি নদীর দুইপাড়ে দুরপাল্লার পরিবহনসহ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আজ বৃহস্পতিবার সকালে ঘনকুয়াশার কারনে শরণখোলা থেকে খুলনার উদ্যেশে ছেড়ে আসা ট্রাকটি পানগুছি নদীর ফেরিতে উঠলে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে বাগেরহাট সড়ক বিভাগ র‌্যাকার দিয়ে ফেরী থেকে অর্ধেক নদীতে ঝুলতে থাকা কাঠবোঝাই ট্রাক নিরাপদে তুলে আনতে পারায় দুপুর ১২টার দিকে ফেরী চলাচল স্বাভাবিক হয়। ফেরী চলাচল শুরু হলে ৫ঘন্টা পর পানগুছি নদীর দুই তীরে দীর্ঘ যানজট ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে দুপুরে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরের পর ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় পানগুছি নদীর দুই তীরে দীর্ঘ যানজট ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test