E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে

২০২৫ জানুয়ারি ২৩ ১৭:৫৫:১১
ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তরা উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া-বরামপুর গ্রামের বাসিন্দা। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তরা ভর্তি রয়েছে বলে আজ বৃহস্পতিবার পরিবারের প্রধান ইদ্রিস আলী জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছে আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২) এবং আবরার আদিব (৬)। এরা ইদ্রিস আলীর পরিবারের স্ত্রী ও তিন সন্তান এবং ভাইয়ের স্ত্রী।

ইদ্রিস আলী জানান, গত ১৯ জানুয়ারী সকালে পরিবারের আক্রান্তরা খেজুরের রস পান করে। রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ২ জনের বমি, বার বার পাতলা পায়খানা এবং কাঁপুনি দিয়ে জ্বর-সর্দি-কাশি শুরু হয়। রাত ১টার দিকে অন্য ৩ জনেরও একই উপসর্গ দেখা দেয়। ২০ জানুয়ারী ভোরে আক্রান্তদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে স্যালাইন দেওয়া হয়। ঈশ্বরদীতে অবস্থার উন্নতি না হলে আক্রান্তদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্তরা এখন অনেকটাই সুস্থ জানিয়ে তিনি বলেন, খেজুরের রস থেকে ফুড পয়েজনিং হয়ে পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছে বলে ধারণা করছি।

ঈশ্বরদী হাসপাতালের চিকিৎসক ডা: সঞ্জিব বণিক বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সাথে বমি ও পাতলা পায়খানাও হতে পারে। তবে ঢাকা থেকে রক্ত পরীক্ষা করা ছাড়া বলা যাবে না, যে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test