E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে অবৈধ ভারতীয় পণ্যসহ সমন্বয়ক আটক

২০২৫ জানুয়ারি ২৩ ১৭:৩৫:০১
ফুলপুরে অবৈধ ভারতীয় পণ্যসহ সমন্বয়ক আটক

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ভারতীয় চিনি ও জিরাসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী।

okjfV বুধবার বিকালে পৌরসভার আমুয়াকান্দা বাজার সংলগ্ন পয়ারী রোডের একটি হাফ বিল্ডিং গোডাউনে অভিযান চালিয়ে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে যৌথবাহিনী।

এসময় পৌরসভার আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ছাত্র সমন্বয়ক দাবীদার জিল্লুর রহমান রিদয় (২২) ও উপজেলার পারতলা গ্রামের মাসুদ রানা (২৪) কে মালামালসহ আটক করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করণের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। দু’জনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। তবে স্থানীয় ছাত্র প্রতিনিধিরা জানান, ফুলপুরে ছাত্র সমন্বয়দের কোনো কমিটি নেই।

(এসআই/এসপি/জানুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test