E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রধান শিক্ষকের ওপর হামলার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ক্লাস বর্জন 

২০২৫ জানুয়ারি ২২ ১৯:৫৪:২২
প্রধান শিক্ষকের ওপর হামলার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ক্লাস বর্জন 

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আজ বুধবার দুপুরে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মিলে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করে। 

এসময় বক্তব্য রাখে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো: শাওন হাওলাদার, মো: লিংকন, সুমি আক্তার, মো: ইব্রাহিম, ১০ম শ্রেণির মুশকান, ৮ম শ্রেণির আনিকা, শহিদুল ইসলাম ও অভিভাবক মো: শহিদুল ইসলাম, কামরুন্নাহার, সায়লা নুসরাত প্রমুখ।

বক্তারা বলেন, নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জেল হোসেনের উপর অমানবিক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি, প্রধান শিক্ষককে সসম্মানে ফিরিয়ে না দেয়া পর্যন্ত অবিরাম ক্লাস বর্জন কর্মসুচী পালন করা হবে। তারা আরো বলেন, প্রধান শিক্ষক একজন নিরপরাধ ও ভালো মানুষ, তাকে নিয়া ষড়যন্ত্র চলছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধান শিক্ষককে স্কুলে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে চলবো।

প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: আলমগরি হোসেন জানান, “স্কুলে ভাংচুর ও প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা মানব বন্ধন ও ক্লাস বর্জন করেছে। শিক্ষার্থীরা দ্রুত প্রধান শিক্ষককে সসম্মানের সাথে স্বপদে বহাল করার দাবী জানাচ্ছে।”

নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মানিক বিশ্বাস জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। তিনি গোপনে আওয়ামীলীগের লোকজন নিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়নের কার্যক্রম সম্পন্ন করার পায়তারা করছে। আমরা এ ঘটনার প্রেক্ষিতে এলাকার লোকজন নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধের চেস্টা চালাচ্ছিলাম। বিএনপি’র নেতাদের বিরুদ্ধে যে, সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

(এমআর/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test