E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মোংলা বন্দরে নিলামে উঠেছে নামীদামি ব্রান্ডের বিলাসবহুল ৭০ গাড়ি

২০২৫ জানুয়ারি ২২ ১৯:৪২:৫৪
মোংলা বন্দরে নিলামে উঠেছে নামীদামি ব্রান্ডের বিলাসবহুল ৭০ গাড়ি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দরের মাধ্যমে আনা নামীদামি ব্রান্ডের বিলাসবহুল ৭০ গাড়ি আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে। গত মাসে এই গাড়িগুলো বিক্রির জন্য মোংলা কাস্টমস হাউসে হস্তান্তরের পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। 

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করে জানায়, মোংলা বন্দরে আমদানির পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি কাস্টমসের কাছে গত মাসে হস্তন্তর করা হয়েছে। এরমধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রজার, ভেসেল, হারিয়ারসহ ৭০টি নামীদামি ব্রান্ডের বিলাসবহুল গাড়ি নিলামে তোলেছে মোংলা কাস্টমস।

এই কর্মকর্তা আরো জানান, ২০০৯ সালের ৩ জুন জাপান থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরুর পর মোংলা কাস্টমের রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক খাত থেকে। তবে আমদানি করা গাড়ি দীর্ঘদিন বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হয়। নিলাম প্রক্রিয়া চালু রাখলে গাড়ি বা অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সঠিক সময়ে সরকারের রাজস্ব আদায় সম্ভব হয়। আমদানিকারকরা সময়মতো গাড়িসহ অন্যান্য পণ্য ছাড় না করার কারণে তা নিলামযোগ হলে পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সেই ধারাবাহিকতায় সোমবার মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৩০০টি নিলাম যোগ্য গাড়ির মধ্যে ৭০টি বিলাসবহুল গাড়িসহ অন্যান্য পণ্য নিলামে তোলা হয়েছে। এই ৭০টি গাড়ি নিলামে ক্রয় করতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। বাকি ২৩০টি গাড়িও পর্যায়ক্রমে নিলামে ওঠানো হবে।’

এই গাড়িগুলোর মধ্যে শুল্কমুক্ত সুবিধায় মোংলা বন্দরে আনা পলাতক সাবেক তিনজন সংসদ সদস্য টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি’র তিনটি ল্যান্ড ক্রজার গাড়ি রয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে ১৪টি নিলামে ২২০০ গাড়ি তোলা হয়। এরমধ্যে মাত্র ২০০টি গাড়ি বিক্রি করতে পেরেছেন মোংলা কাস্টমস হাউস।

(এস/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test