E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

২০২৫ জানুয়ারি ২২ ১৮:৪৯:৫৯
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী থানা পুলিশী অভিযানে ৫জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে।আজ বুধবার রাজবাড়ী সদর থানার এসআই নুরউদ্দিন আহমেদ তালুকদার, এসআই মিজানুর রহমান, এসআই সাব্বির হোসেন, এসআই মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের জিল্লু সরদারের ছেলে মোঃ সাব্বির সরদার (২৬) কে ধুলদী জয়পুর নিজ বসতবাড়ী থেকে থেকে গ্রেপ্তার করেন। মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী গোপিনাথদিয়া গ্রামের আকবর আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৮) কে গোপিনাথদিয়া নিজ বসতবাড়ী থেকে থেকে গ্রেপ্তার করেন।

মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি বাজিতপুর গ্রামের মোঃ নজরুল পাটোয়ারীর ছেলে মোঃ আলামিন পাটোয়ারী (৩০) কে বাজিতপুর নিজ বসতবাড়ী থেকে থেকে গ্রেপ্তার করেন। সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী কাজিবাধা গ্রামের ক্বারী আব্দুল রহমানের ছেলে আইয়ুব আলী মিয়াকে কাজিবাধা নিজ বসতবাড়ী থেকে থেকে গ্রেপ্তার করেন। সিআর মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী বাড়াইজুরি গ্রামের আজগর শেখের ছেলে মোঃ ইউনুচ শেখকে বাড়াইজুরি নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test