E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুবর্ণচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪

২০২৫ জানুয়ারি ২২ ১৭:২৯:০৪
সুবর্ণচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় নারী সহ ৪ জন আহত হবার অভিযোগ পাওয়া গেছে এর ১ জনের অবস্থা আশংকা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। গত শনিবার চরবাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনাট ঘটে।

হামলার ঘটনায় আহতরা হলেন, চরবাটা গ্রামের মৃত আহমদ উল্যাহর পুত্র সাহাব উদ্দিন ফিরোজ (৩৮), নুর নবী (৫২), হাফেজ মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৩৪), শাহেনশাহ'র স্ত্রী স্বপ্না বেগম।

ভুক্তভোগী স্বপ্না বেগম বলেন, চরবাটা গ্রামের সিদ্দিক উল্যাহ ভাসানীর পুত্র আহসান উল্যাহ (৫০), এনায়েত উল্যাহ এনা (৩৩), জাফর উল্যাহ (৪০), দক্ষিণ কচ্চপিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র শাহরাজ (৪৩), মৃত আব্দুস সোবহানের পুত্র আবু্ল কালামের নেতৃত্বে ৮/১০ জনের ভাড়াটিয়া অজ্ঞাত সন্ত্রাসী দিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র স্বজ্জিত হয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হামলা চালায় এতে ৪ জন আহত হয়।

আহতদের প্রথম নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সাহাব উদ্দিনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবী এর আগে জয়গা জমি নিয়ে অভিযুক্তরা তাদেরকে একাধিকবার হামলা করে। এ ঘটনায় চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্বব হয়নি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test