E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত 

২০২৫ জানুয়ারি ২২ ১৭:১৪:২৬
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন থানা, ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের ডন চেম্বার সংলগ্ন রোডে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসাখাওয়াত ইসলাম রানা'র সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল গত ১৫ বছরে লড়াই সংগ্রাম করেছে রাজপথে ছিলো এই রানা এবং বাবুর নেতৃত্বে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহানগর স্বেচ্ছাসেবক দলকে। যখন অনেকেই ছিলোনা পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে এই নারায়ণগঞ্জে মানুষের উপর গুলি চালানো এটি একটি ডাল-ভাততের মতো বিষয় হয়ে দাড়িয়ে ছিলো। তার মধ্যেও কিন্তু এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রানা, বাবু ও জনির নেতৃত্বে রাজপথে থেকে মশাল মিছিল করেছে, পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে। সংখ্যায় যাই হোক অনেক জেলার থেকে ও বিএনপি সহ অঙ্গ সংগঠন গুলো থেকে সংখ্যায় বেশি ছিলো এই কৃতিত্ব নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলকে দিতেই হবে।

তিনি আরো বলেন, বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন গত ১৭ বছর এই মানুষ গুলো যখন লড়াই করেছে, আজকে যারা নেতা হিসেবে অনেকে দাবি করছেন এমনকি অনেকে সরকারে বসেছেন অনেকেই কিন্তু শেখ হাসিনার দালালি করেছেন। আজকে অনেক কথা শুনি আপনারা অনেক কথা বলেন আমরা দেখি শুনি মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে মানুষও হাসে। মানুষের রক্তের মাঝে ২৪ এর যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকারকে পরিচালনা কারি কিছু ছাত্রনেতা আজকের এই চেতনাকে নষ্ট ও ধ্বংস করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না বরং নষ্ট করতে চাইলে সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক স্বাধীনতা ফিরত চায়, তার কাজের নিশ্চয়তা চায়, মানুষ সর্বোপরি তার ভোটের অধিকার ফেরত চাই। আজকে সরকারের সমালোচনা করতে হয়। আমরা সরকারের বিরুদ্ধে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে এই সরকারকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো আমরা করে যাচ্ছি। কিন্তু ওনারা ভুল করছেন আমরা যখন বলার চেষ্টা করছি তখন তারা আমাদেরকে শত্রু মনে করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এম জি রাসেল মাসুম, সালমা সুলতানা সুমা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল্লা ফয়সাল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, সদস্য শফিকুল ইসলাম দেওয়ান, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক মো. সাহেব উল্লাহ রোমান, মো. হামিদুর রহমান সুমন, মো. দুলাল হোসেন, মো. শাহিন আহম্মেদ, মো. মাহাদী হাসান মিঠু, মো. রাকিব আহমেদ ডালিম প্রধান, ভিপি নজরুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. শাকিল আহমেদ, মো. আক্তার হোসেন, মো. রাইয়ান হক সহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবন্দ।

এছাড়া স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত কর্মী সভা সফল করার লক্ষ্যে সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা সহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন।

(এস/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test