E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঘরে তালা ঝুলিয়ে দিয়ে উধাও ঝুনু পারভীন, খুঁজছেন ২০ টি পরিবার

২০২৫ জানুয়ারি ২২ ১৪:৫৭:০০
ঘরে তালা ঝুলিয়ে দিয়ে উধাও ঝুনু পারভীন, খুঁজছেন ২০ টি পরিবার

নগরকান্দা প্রতিনিধি : কারো জাল চেক, বিদেশে কর্মী পাঠানো, বাড়ির জামা জমি লিখে দেওয়া ও সরকারি কর্মসূচি  চাউল দেয়ার কথা বলে আইডি কার্ড দিয়ে এনজিওর কাছ থেকে তুলে নেয় লাখ লাখ টাকা।

এমন ২০ টি পরিবারে কাছ থেকে নগদ ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নগরকান্দা উপজেলার ফুলসতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের প্রবাসীর স্ত্রী প্রতারক ঝুনু পারভিনের (৩৫) বিরুদ্ধে।

ঝুনুর কাছে টাকা ফেরত চাওয়ায় উল্টা লাঞ্ছিত সহ হারাতে হয়েছে আটটি দাঁত। থানায় ও বিজ্ঞ আদালতে রয়েছে একাধিক মামলা। তবে পুলিশ বলছেন বিষয়টি তদন্ত করা হবে।

প্রতারনার শিকার ফুলসতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের হান্নান মৃধার স্ত্রী মনা বেগম(৫০) কাছে থেকে ৫ লাখ টাকা,রেজাউল মাতব্বরের স্ত্রী পুতুল বেগমের কাছে থেকে ৩ লাখ ,রহমান মৃধার স্ত্রী রাজিয়া বেগম (২৫)কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা, হায়দার মোল্লার স্ত্রী ফুরফুরি বেগম(৬০) ৩ লাখ ৫০ হাজার টাকা,মহসিন সিদ্দিকীর স্ত্রী কুলসুম বেগম (৫০) কাছে থেকে ৩ লাখ ,হায়দার মোল্লার মেয়ে আরিফার কাছ থেকে ২০ লাখ টাকা ও অন্তত ২০ টি পরিবারে কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক।

এ পরিবার গুলো ধারদেনা আর কিস্তিতে টানাপোড়ানয় জীবন চললেও আরেক বিষ ফোঁড়ার এসে দাঁড়ায় তাদের জীবনে।নেমে এসেছে অন্ধকার। অসহায় আর আর্তনাদের কথা জানাচ্ছিল ভুক্তভোগীরা।

প্রতারক ঝুনু পারভিনের বসত ঘর তালাবদ্ধ ও মুঠোফোনটি বন্ধ থাকায় একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায় নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান,এঘটনায় কোর্টের তদন্ত আসলে অবশ্যই তদন্ত করে দেখে শাস্তির আওতায় আনার আশ্বাস দিলেন ।

নগরকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা কাফী বিন কবির বলেন,ভুক্তভোগীদের প্রতি এ রকম লোভে বসি ভূত হয়ে পা না দেয়ার জন্য অনুরোধ জানান।

(পিবি/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test