E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, আহত ৬, গ্রেফতার ২

২০২৫ জানুয়ারি ২২ ১৪:১৪:৩৭
ফরিদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, আহত ৬, গ্রেফতার ২

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে অভিযান চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়েছেন ডিবি পুলিশের একটি দল। ওই হামলায় ডিবি'র ছয়জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফমেক হাসপাতালে চিকিৎসারত পুলিশ কর্মকর্তারা হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপপরিদর্শক (এসআই) দেওয়ান মো. আব্দুর সবুর এবং সহকারি উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম; নামের মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জন এসআই, একজন এএসআই ও বাকীরা কনস্টেবল পদমর্যাদার বলে জানা গেছে। এদিকে, ডিবি পুলিশের ওপর হামলার খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, ডিবি সহ জেলা পুলিশের একাধিক শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

হামলার শিকার হওয়ার আগে ডিবি পুলিশের ওই দলটি অভিযান চালিয়ে ডুমাইন বাজার থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

এদিকে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গুরতর আহত তিন পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ছুটে যান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শৈলেন চামকা। সেখানে তিনি জানান, 'ফরিদপুর ডিবি পুলিশের আট/দশ জনের একটি দল মধুখালীর ডুমাইনে অভিযান চালায়। প্রথমে তারা সফলভাবে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এরপর নিকটবর্তী অবৈধ জুয়ার আসরে অভিযান চালাতে প্রস্তুতি নেয় দলটি। একপর্যায়ে, জুয়ারিদের সহ জুয়ার স্পটটি ঘিরে অবস্থান নেয় ডিবি পুলিশ। ঠিক সেই সময় বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্তের অতর্কিত হামলা শিকার হতে হয় তাঁদের'। শৈলেন আরো জানান, 'হামলাকারীদের বিরদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, ডুমাইন বাজারে থেকে যে দু'জনকে মাদকসহ আটক করা হয়েছে, তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে' বলেও জানান জেলা পুলিশের ওই কর্মকর্তা।

আহতের বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার জানান, 'আহতদের শরীরের বিভিন্ন অংশে ইনজুরি রয়েছে, তাঁদের চিকিৎসা চলছে'।

(আরআর/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test