E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এলাকাবাসীর বিক্ষোভ, পুলিশের সাড়াশি অভিযানের আশ্বাস

গৌরনদীতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও হাত কাড়ালেই মিলছে মাদক

২০২৫ জানুয়ারি ২১ ১৮:৫৫:৪৬
গৌরনদীতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও হাত কাড়ালেই মিলছে মাদক

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বরিশালের গৌরনদীতে মাদক ক্রয়-বিক্রয় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে এখন ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মত মাদক হাত বাড়ালেই মিলছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ১৫টি স্পটে মাদক বিক্রি হয়ে আসছে। এরমধ্যে খাঞ্জাপুরের বাকাই-বাজার, বার্থী, টরকী, মাহিলাড়া, বিল্বগ্রাম বাজার, সরিকল, চাঁদশী ও গৌরনদী বাসষ্ট্যান্ডসহ আশপাশের এলাকায় পূর্বের চেয়ে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি বিল্বগ্রাম এলাকা থেকে সোহেল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আইন-শৃংলখা বাহিনীর হাতে তুলে দিয়ে বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ওই মাদক ব্যবসায়ীর আশ্রয়দাতারা স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলেও অভিযোগ উঠেছে।

যা নিয়ে সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় বিল্বগ্রাম বাজার কমিটির সভাপতি মোনাসেফ ঘরামীর সভাপতিত্বে ব্যবসায়ী ও এলাকাবাসী মাদক বিরোধী-সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে উপজেলা যুবদল নেতা মনির হোসেন আকন, শিক্ষক জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মামুন মৃধা, সাবেক ইউপি সদস্য জাফর মৃধা সহ সামাজিক নেতৃবৃন্দ পূর্বের তুলনায় মাদক ক্রয়-বিক্রয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মাদক ব্যবসায়ী ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী জানিয়েছেন, মাদকের দৌরাত্মরোধে আমরা বদ্ধ পরিকর। অতিশীগ্রই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test