E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মৌলভীবাজারে ট্রাকে মিললো সাড়ে ৯ হাজার কেজি ভারতীয় চিনি, আটক ২ 

২০২৫ জানুয়ারি ২১ ১৮:৪৭:০১
মৌলভীবাজারে ট্রাকে মিললো সাড়ে ৯ হাজার কেজি ভারতীয় চিনি, আটক ২ 

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সীমান্ত দিয়ে আসা মালবাহী ট্রাকে তল্লাসী চালিয়ে সাড়ে ৯ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুইজনকে আটকও করা হয়েছে। 

সোমবার রাতে ২০ সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাও যাত্রীছাউনি থেকে ট্রাকের ভেতর তল্লাসী চালালে পাথরের নিচ থেকে ৫০ কেজি ওজনের মোট ১৮৮ বস্তা অবৈধ আমদানি করা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ চিনি উদ্ধার ও এ ঘটনায় দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এস আই) মাহমুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি চালান। এসময় ট্রাকের ভিতরে থাকা ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় চিনি জব্দ করা হয়। পুলিশ বলছে জব্দ করা চিনির বাজার মূল্য হবে প্রায় ১২ লক্ষ টাকা। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

সূত্র জানায়, চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর বড় বড় পাথর বসিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করা হয়। এঘটনায় আটক দুইজনই সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/ডি ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test