E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বেনজীরের সাভানা রিসোর্টে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের অভিযান

২০২৫ জানুয়ারি ২১ ১৮:৩১:২২
বেনজীরের সাভানা রিসোর্টে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের অভিযান

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

আজ মঙ্গলবার সকালে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্কে প্রবেশ করে। এরপর পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তারপর তারা পার্কের বিভিন্ন অফিস পক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করছেন। এ পার্কের কর ফাকির বিষয়টি তারা তদন্ত করছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।

তবে টিমটি আর কি কি বিষয়ে তদন্ত করবেন এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি। তবে তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বলে প্রতিনিধি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেনজীর আইজিপি ও র্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক গড়ে তোলেন। সনাতন (হিন্দু) সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করা হয়েছে বলে গত বছর অভিযোগ ওঠে। গত বছরের জুনে এ পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করে স্থানীয় প্রশাসন। পার্কটি রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভাররা পার্কটি পরিচালনা করছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test