E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান

২০২৫ জানুয়ারি ২০ ১৮:৫৩:৩৪
রাজবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান

একে আজাদ, রাজবাড়ী : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা ও নব কমিটির শপথ পাঠ করানো হয়েছে। সোমবার সকালে নতুন বাজার সংলগ্ন  রাজবাড়ী জেলা কার্যালয়ে শপথ পাঠ করান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নব নির্বাচিত জেলা সভাপতি মুহাম্মাদ আবু রায়হান গিফারী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল-মাহমুদ (সুমন)।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি, মুহাম্মাদ আরিফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সদ্য সাবেক জেলা সভাপতি, আব্দুর রহমান সোহান। শপথ পাঠ করানোর আগে নবনির্বাচিত জেলা সভাপতি মুহাম্মাদ আবু রায়হান গিফারী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

পূর্ণাঙ্গ কমিটি হলো, সভাপতি মুহাম্মাদ আবু রায়হান গিফারী, সহ-সভাপতি- মুহাম্মাদ রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আলীম, সাংঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমন মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আবু মুসা আশয়ারী, দাওয়া সম্পাদক মুহাঃ মশিউর, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাঃ আজিজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাঃ সিয়াম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মুহসিন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রেদোয়ান, কওমি মাদরাসা সম্পাদক মুহাঃ সাব্বির, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাঃ আরাফাত হুসাইন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাঃ রোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আব্দুর রহমান।

প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল-মাহমুদ (সুমন) বক্তব্যে বলেন, এদেশকে পরিবর্তন করতে পারে একমাত্র ছাত্ররাই। তবে তা আদর্শিক হতে হবে। আপনারা যদি আপনাদের আদর্শ ঠিক রেখে সামনে আগাতে পারেন, তাহলে আপনারা সফল।

তিঁনি আরো বলেন, ইসলাম দেশ ও মানবতার তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ-সংগঠন কিন্তু, প্রচলিত মিডিয়াগুলো আমাদের এড়িয়ে চলতে চায়। কাজেই আপনারা আপনাদের স্ক্রিল এবং দক্ষতা বাড়িয়ে এ জায়গাগুলোতে কাজ করুন, তাহলে সফল হবেন আশা করি।

(একে/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test