E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ২০ ১৮:৪৯:৫৬
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

একে আজাদ,রাজবাড়ী : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’এই স্লোগানে রাজবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

র‌্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব‌্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

(একে/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test