'দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে চলাচল করুন'
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের মহাসড়কে বেশকিছু সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এর ব্যতিক্রম নয় হাইওয়ে মাদারীপুর রিজিয়নের আওতায় ফরিদপুর এলাকাটিও।
সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন মহাসড়কে বেশকিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনার উপায় খুঁজতে এই প্রতিবেদক কথা বলেছেন, বাংলাদেশ হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন এর অতিরিক্ত ডিআইজি ও ওই রিজিয়নের দুর্ঘটনা কবলিত এলাকায় অবস্থিত হাইওয়ে থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে।
তাঁদের বক্তব্য, নির্দেশনা ও তথ্য বিশ্লেষণে অত্যন্ত সংক্ষিপ্তভাবে তাঁদের বলা গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরা হলো-
মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান। মহাসড়কে সড়ক দুর্ঘটনার প্রধান প্রধান কারণ জানতে চাইলে তিনি বলেন, 'বেপরোয়া গতিতে যানবাহন চালানো, বিপজ্জনক ওভারটেক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন লঙ্ঘন, অদক্ষ ও মাদকাসক্ত চালক কর্তৃক গাড়ি চালানো, রাস্তাঘাট নির্মাণে ত্রুটি, অনেক স্থানে পথচারী পারাপারের সেতু না থাকা আর থাকলেও তা ব্যবহার না করা, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার ও আইনের যথাযথ প্রয়োগের অভাব প্রভৃতি অন্যতম'। দুর্ঘটনার এতো সব কারণ জানা থাকা সত্ত্বেও শৃঙ্খলা ফেরে না সড়কে, যা খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয় উল্লেখ করে দেশের ট্রাফিক আইন-কানুন ও বিধি-নিষেধ মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জানিয়েছেন ওই কর্মকর্তা।
'শীতকালে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ঘন কুয়াশা মনে করেন ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, অনেক সময় ঘন কুয়াশায় ঠিক মতো রাস্তা দেখা যায় না। গাড়ির হেড লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। প্রচণ্ড শীতে কখনো কখনো চালকের শারীরিক ও মানসিক অবসাদ অবস্থার তাৎক্ষণিক পরিবর্তন হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। কিছুদিন যাবৎ প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার ফলে যে সব দুর্ঘটনা ঘটছে সেগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাই বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এই মুখোমুখি সংঘর্ষ ঘটছে বাসের সঙ্গে ট্রাকের কিংবা বাস ও ট্রাকের সঙ্গে লেগুনা, সিএনজি, অটোবাইক, নসিমন-করিমন জাতীয় ধীরগতির যানবাহনের, যা মহাসড়কে চলাচল করার কথা নয়। বাংলাদেশে এখনও অনেক মহাসড়কে দ্রুতগতির যানবাহন ও ধীরগতির যানবাহনকে একই লেনে চলতে দেখা যায়। মোটর-সাইকেল বেপরোয়াভাবে সব লেন ধরেই চলাচল করে। এ কারণে একদিকে মহাসড়কের শৃঙ্খলা নষ্ট হয় অন্যদিকে দুর্ঘটনা বেড়ে যায়। সব যানবাহনকেই নিজ নিজ লেন ধরে চলার আইনগত বাধ্যবাধকতা থাকলেও চালকেরা অনেকেই সে আইন মানছেন না। অনেকে আবার মহাসড়কে চলাচলের আইন কানুন না জেনে নিজেদের মনের ইচ্ছে মতো চলাচল করে থাকেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী মনে করেন, তিনটি 'ওভার' নিয়ম মেনে চললেই মহাসড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে, যথা- ১. ওভার লোড, ২.ওভার স্প্রিড ও ৩. ওভারটেক। তিনি জানান, 'করিমপুর হাইওয়ে থানা এলাকায় যেসব বড় দুর্ঘটনা ঘটেছে তার বেশিরই ভাগই ওই তিন 'ওভার' নিয়ম না মানার কারণে। দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য সুযোগ বুঝে অন্য লেনে চলে যাচ্ছেন চালক আবার ঝুঁকি নিয়ে ওভারটেকিং করছেন। পণ্য পরিবহনের ধারণ ক্ষমতার থেকে বেশি ওজনের লোডেড পরিবহনও হর হামেশাই চোখে পড়ছে। সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক বিভাগকেও এসব বিষয়ে তোয়াক্কাই করতে অনিহা দেখা যায় অনেক চালক ও পরিবহন মালিকের। চালকেরা প্রায়ই বেপরোয়া আচরণ করছেন'। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পুলিশের পেশাদারিত্বের সাথে দায়িত্বশীল মনোভাবের পাশাপাশি তাঁদের-কেও সচেতন হতে হবে' বলেও জানান ওসি সালাউদ্দিন।
সড়কে মৃত্যুর মিছিল কারো কাম্য হতে পারে না উল্লেখ করে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান আরো বলেন, 'চালকদের যথাযথ প্রশিক্ষণ ও আইন মেনে চলার প্রবণতা তৈরি হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এর জন্য কঠোরভাবে বিদ্যমান আইনের প্রয়োগ ঘটাতে হবে ও প্রয়োজন হলে নতুন আইন তৈরি করতে হবে। আইন অমান্যকারী চালকদের অপরাধ বিবেচনায় লাইসেন্স বাতিল এবং লাইসেন্সবিহীন চালকদের শাস্তির আওতায় আনা নিশ্চিত করতে হবে'। লাইসেন্সবিহীন চালকদের নিয়োগকারী পরিবহন মালিককেও জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলেও মনে করেন শাহিনুর আলম খান। যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখভাল করার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে সহোযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শাহানুর আলম খান আরো জানান, রাজনৈতিক বলয়ের অদৃশ্য কারণ বা অন্য কোনভাবে যদি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন ড্রাইভার রাস্তায় যাত্রী নিয়ে চলাচলের সুযোগ পায় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সরকারের নির্দেশক্রমে এসব ব্যাপারে আমাদের আরও কঠোর হওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ হাইওয়ে পুলিশ অনেক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা পেড়িয়ে মহাসড়কের শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা রোধে নিরলসভাবে কাজ করছে জানিয়ে শাহানুর আলম আরো বলেন, 'আসলে সড়ক দুর্ঘটনা রোধ একটি সমন্বিত প্রচেষ্টার বিষয়। কোন পক্ষের একার দ্বারা তা রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সরকার, পরিবহণ মালিক, পরিবহণ শ্রমিক, যাত্রী, পথচারী রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সকলের ইতিবাচক মনোভাব ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে'।
(আরআর/এএস/জানুয়ারি ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- যশোরে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ প্রস্তুতকারকদের মতবিনিময় সভা
- শ্রীমঙ্গল নগরীর জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা অভিযান
- ‘বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়া’
- পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
- পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
- বাগেরহাটে রড বোঝাই ট্রলি চাপায় যুবক নিহত
- ৫০ হাজার টাকা সুদ নিয়ে ৬ লাখ দিয়েও মুক্তি মেলেনি শিমুলের
- টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলা
- নড়াইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ঝিনাইদহ থেকে মাছের আঁশ যাচ্ছে চীন-জাপানে
- টাঙ্গাইলে তরুণদের নিয়ে তারুণ্যের উৎসব
- শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বাহারি পিঠা উৎসব
- নড়াইলে আমাদা কলেজে ষষ্ঠবার্ষিকী পিঠা উৎসব অনুষ্ঠিত
- পদ্মা নদীতে ধরা পড়া ৪২ কেজির বাঘাইড় লক্ষ টাকায় বিক্রি
- রাজবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান
- রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
- 'দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে চলাচল করুন'
- এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি, ফেব্রুয়ারি থেকে ব্যবস্থা
- র্যাব,পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ
- বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু
- রাজৈরে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময়
- ‘বিফল’ সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএলের নতুন ইতিহাস লিখলেন বিজয়
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছেই
- ৩টি সেতুর নির্মাণ কাজ শেষ না করে সব টাকা উত্তোলন
- বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান
- আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ
- দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
- ‘নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ’
- তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
- বৃষ্টি এবং প্রেম
- আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
- ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ চায় না, চায় শান্তিতে বসবাস করতে
- গাজায় নিহত আরও ৩০, প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৫০০
- মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি
- ‘দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হয়নি’
- বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত হাদী ইয়াকুব
- বড়দিনে ঝড় তুললেন ‘অর্ধনগ্ন’ রোনালদো