E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে সোনাতলায় লিফলেট বিতরণ

২০২৫ জানুয়ারি ২০ ১৩:৩৭:০৮
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে সোনাতলায় লিফলেট বিতরণ

বিকাশ স্বর্নকার, সোনাতলা : জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে বগুড়া জেলা ও সোনাতলা উপজেলার নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। জনসচেতনতামূলক ও বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত লিফলেট সোনাতলা পৌর শহরের রাস্তাঘাট সহ মার্কেটের বিভিন্ন দোকান এবং স্থানীয়দের মাঝে বিতরণ করেন দুই সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক কমিটির জেলা কমিটির অন্যতম নেতা ডাঃ আব্দুল্লাহ আল সানী জানান, ১৫ বছর ধরে দেশের জনগণ একটি ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছে।

গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার দাবি তুলে ধরেন এসময় তারা।

এছাড়াও জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সরকারি ভাবে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ বিভিন্ন দাবি এ লিফলেটে উল্লেখ করা হয়।

এদিকে ঘোষণাপত্রের তথ্য মতে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান এক অবিস্মরণীয় ঘটনা বলেও এতে উল্লেখ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির জেলা সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি এজিএম শাহরিয়ার, রাকিবুল হাসান রাকিব, ইমরান হোসেন, রুবাইয়া ইসলাম, তমা মহন্ত আলবার আকন্দ সহ আরো অন্যান্যরা।

(বিএস/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test