E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাড়িঘরে হামলার ঘটনায় সালথায় বিএনপি নেতা নাসিরকে বহিস্কার

২০২৫ জানুয়ারি ২০ ১৩:৩৫:৩৯
বাড়িঘরে হামলার ঘটনায় সালথায় বিএনপি নেতা নাসিরকে বহিস্কার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিএনপির দুইগ্রুপের মারামারীর জেরে যুবদল নেতার বাড়িসহ তিনটি বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও সাধারন সম্পাদক চৌধুরীর এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকালাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলাধীন সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বহিস্কার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও রবিবার সকালে যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কারণে নাসিরকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। তারপরেও নাসির সহিংস কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিএনপি নেত্রী শামা ওবায়েদ আপার নির্দেশে তাকে বহিস্কার হয়েছে।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় নকুলহাটি বাজারে বিএনপি নেতা নাসির মাতুব্বর ও যুবদল নেতা হাসান আশরাফের সমর্থকদের মধ্যে মারামারী হয়। এরই জের ধরে রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপি নেতা নাসির মাতুব্বরের দুই শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার বাড়ি, ইউনুস মোল্যার বাড়ি, বিভাগদি গ্রামের শহিদ সরদারের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করা হয়।

(এএনএইচ/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test