E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে চার দিন যাবত নিখোঁজ কলেজছাত্রী কেয়া

২০২৫ জানুয়ারি ২০ ১৩:২৪:০৪
ফরিদপুরে চার দিন যাবত নিখোঁজ কলেজছাত্রী কেয়া

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে নিখোঁজ রয়েছেন কেয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী।

কেয়া আক্তার ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের একাদশ শ্রেণির বানিজ্য বিভাগের প্রথম বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী।

নিখোঁজের তিন দিন পার হয়ে গেলেও কেয়ার কোন খোঁজ বের করতে পারেনি পুলিশ।

শিক্ষার্থী কেয়া আক্তার ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের খাসকান্দি গ্রামের মো. জাকির সরদারের মেয়ে। এ বিষয়ে নিখোঁজ কেয়া আক্তারের বাবা বাদি হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কোতয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ মন্ডল বিষয়টি তদন্ত করছেন।

নিখোঁজ কেয়ার বিষয়ে জানতে চাইলে এসআই আব্দুল লতিফ কলেজছাত্রী কেয়া আক্তারকে উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে বলেন, 'একই দিন একই গ্রামের ওসমান গাজীর পুত্র মো. রফিক গাজী (২২) নামের এক যুবকও নিখোঁজ হয়েছেন। উভয়ের পরিবার সন্দেহ করছেন তাদের মধ্যে পুর্ব সম্পর্কের জেরে হয়তো তারা পরিবারের ভয়ে পালিয়ে বিয়ে করে কোথাও আত্নগোপনে চলে গেছেন।

তবে সব সম্ভাব্য দিকগুলো মাথায় রেখেই আমরা তদন্ত করছি, এবং তাঁকে উদ্ধারের চেষ্টা করছি'। শীঘ্রই তাঁকে খুঁজে বের করতে সম্ভব হবে পুলিশ বলেও আশা প্রকাশ করেছেন এসআই আ. লতিফ মন্ডল।

এদিকে, কেয়ার বাবা জাকির সরদারের করা থানার অভিযোগপত্র ও তার সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শিক্ষার্থী কেয়া আক্তার। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি লোক মুখে শুনেছেন স্থানীয় রফিক গাজী (২২) নামের এক যুবক তাঁর মেয়েকে তুলে নিয়ে গেছে।

তিনি আরো জানান, মেয়ে কেয়ার সাথে রফিক গাজীর কোন সম্পর্ক ছিলো কিনা তাঁর তা জানা নেই, তবে মেয়ের সাথে সম্পর্ক থাকলে ফিরে আসলে তিনি মেয়ের পছন্দকে প্রাধান্য দিয়ে তার হাতেই তুলে দিবেন বলে জানান। আর যদি তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে কেউ নিয়ে যায় এবং মেয়ের কোন প্রকার ক্ষতি সাধন করে তবে, সেটা মেনে নেওয়া তার দ্বারা অসম্ভব বলে জানান নিখোঁজ কেয়ার বাবা।

এ সময় নিজের নাবালক মেয়ের কোন ক্ষতি হওয়ার আগেই তাঁকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট বিনীত অনুরোধ করেছেন নিখোঁজ কিশোরীর বৃদ্ধ কৃষক বাবা মো. জাকির সরদার।

(আরআর/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test