E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

২০২৫ জানুয়ারি ১৯ ১৯:০৬:৫৭
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়কসহ অতিগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিষদের মহানগর সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।

গণ অধিকার পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের নেতা ইলিয়াস ফরাজী প্রমুখ।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে যানবাহনের সংখ্যা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে, সেইসাথে পর্যাপ্ত সড়ক না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করণ কার্যক্রম বাতিল হলে দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কোন শেষ থাকবে না। কারণ একটি অঞ্চলের উন্নতি নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার ওপর।

বক্তারা আরও বলেন, আমরা উপদেষ্টাদের বলতে চাই আপনারা যদি বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন নিয়ে খেলা করেন তাহলে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও পদত্যাগ করাতে বাধ্য করা হবে। বক্তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি রেখে বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতিগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল না করে জনকল্যানে দ্রুত বাস্তবায়ন করুন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকিলিপি প্রদান করেন। এরআগে নগরীতে প্রতিবাদ মিছিল বের করা হয়।

(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test