E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাছ কাটাকে কেন্দ্র করে নারীসহ চারজনকে পিটিয়ে আহত

২০২৫ জানুয়ারি ১৯ ১৯:০৪:৩৯
গাছ কাটাকে কেন্দ্র করে নারীসহ চারজনকে পিটিয়ে আহত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে নারীসহ চারজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের।

হামলায় আহতরা হলেন- জানানারা বেগম (৬০), মাহিনুর বেগম (৩০), লাকি বেগম (২২) ও ইলিয়াস হাওলাদার। অপরদিকে পাল্টা হামলায় প্রতিপক্ষের কাবুল হাওলাদার নামের একজন আহত হয়েছেন।

আজ রবিবার দুপুরে ওই গ্রামের মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে ইব্রাহীম হাওলাদার অভিযোগ করে বলেন, বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশী আলাউদ্দিন হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে শনিবার সকালে প্রতিপক্ষের আলাউদ্দিন হাওলাদার, আলামিন হাওলাদার ও নুরজামাল হাওলাদারসহ তাদের ১০/১২ জন সহযোগীরা বিরোধীয় জমির গাছ কাটা শুরু করে। এসময় বাড়ির নারী সদস্যরা বাঁধা দিলে তাদেরকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে প্রতিপক্ষের লোকজনে নিজেদের বিএনপি কর্মী দাবী করে আমাদের বসতবাড়ির জমিসহ গাছপালা দখলের চেষ্টা চালিয়ে আসছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন হাওলাদার বলেন, জমি ও গাছপালা আমাদের। ইব্রাহীম গংরা বিচার সালিশ মানতে চায়না।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মারামারির ঘটনায় একপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অপরপক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test