E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক কম্বল বিতরণ

২০২৫ জানুয়ারি ১৯ ১৭:৩০:৩৯
চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক কম্বল বিতরণ

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে চাটমোহর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে পৌর সদরের দরিদ্রদের কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। এর আগে চাটমোহর ফাউন্ডেশন ও দরিদ্র মানুষদের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শাহীন রহমান, দর্পণ টিভি ২৪ এর সম্পাদক প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা, পরিচালক ও উপস্থাপক রফিক ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাটমোহরের অন্যতম সমন্বয়ক হাসানুজ্জামান সবুজ ও সাজেদুর রহমান সেজান, চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি আসিফ আরাফাত, সহ-সভাপতি মাসুদ পারভেজ (আরিফ), সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সৌরভ কর্মকার, শ্রম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আকাশ সহ শ্রম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মীর নাঈম, কার্যকরী সদস্য: এ্যানি খন্দকার, মহির উদ্দিন, কোহিনূর পারভীন, উপদেষ্টা আফজাল হোসেন, কমল কুমার পাল।

পরে শুক্রবার দিনব্যাপী সংগঠনটি ফৈলজানা, ছাইকোলা, হরিপুর, গুনাইগাছা, মথুরাপুর, বিলচলন ইউনিয়নে এবং পরদিন শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী পার্শ্বডাঙ্গা, ডিবিগ্রাম, মুলগ্রাম, নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়নে মোট চার শতাধিক কম্বল বিতরণ করে।

(এস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test