E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইল সদর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন

তেলায়েত হোসেন বাবু সভাপতি ও খন্দকার ফসিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

২০২৫ জানুয়ারি ১৮ ১৯:৫৬:৪৭
তেলায়েত হোসেন বাবু সভাপতি ও খন্দকার ফসিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল পৌর বিএনপি'র সভাপতি পদে মো. তেলায়েত হোসেন বাবু ২৫৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মো. এবাদত মিনা ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

আজ শনিবার নড়াইল পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর এবং শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।

ভোট গণনা শেষে বিকালে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নড়াইল জজ কোর্টের গোলাম মোহাম্মদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকালে নড়াইল সদর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দক কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত৷

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ জেলা উপজেলার অসংখ্য নেতা-কর্মীবৃন্দ।

সভাপতি পদে মো. তিলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী হাসান ২১২ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান ১৫৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ হোসেন বিশ্বাস পেয়েছেন ২৪৪ ভোট। এছাড়া রেজাউল খবির রেজা ২৫ ভোট, মোহাম্মদ মফিজুর রহমান জমাদ্দার ৪২ ভোট, মো. দেলোয়ার হোসেন ৩৩ ভোট এনং ফজলুল হক ফয়েজ ০৬ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. ইবাদত মিনা ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরমান আলী খান ২১৯ ভোট পেয়েছেন। এছাড়া মো. মহিদুল ইসলাম ১০৭ ভোট এবং মো. ইব্রাহিম শেখ ৫৬ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, নড়াইল পৌর কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর রয়েছে (ভোটার সংখ্যা) ৬৩৯ জন, এর মধ্যে ৬২৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

(আরএম/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test