E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কর্মী হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০২৫ জানুয়ারি ১৭ ২৩:৫৩:১১
কর্মী হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি : দলীয় কর্মী খোকন মোল্লা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জামায়াত ইসলামী কুষ্টিয়া শহর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা দলীয় কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়ে দেন তারা।

সেখানে আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর শাখা জামায়াতের আমির মো. এনামুল হক প্রমুখ সহ অন্যান্যরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার গাড়িবহরের গতিরোধ করে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এসময় তিনি তার গাড়ি থেকে নামেননি।

এরআগে, গত রবিবার (১২ জানুয়ারি ) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরির্ষদ কমিটি নিয়ে দ্বন্দে ইউনিয়ন জামাতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে স্থানীয় জামায়াত কর্মী খোকন মোল্লার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খোকন মোল্লা আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে ও স্থানীয় জামায়াতের কর্মী ছিলেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিরপুর থানায় ইউনিয়ন জামাতের আমির মকলেসুর রহমান মুকুল বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় আরও ৩০-৪০জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(এমএজে/এএস/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test