E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে দিনব্যাপি বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব

২০২৫ জানুয়ারি ১৭ ১৯:৪৮:২৬
বাগেরহাটে দিনব্যাপি বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ‘যুক্তির আলোয়  মুক্তির জয় গান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব শেষ হয়েছে।

আজ শুক্রবার সকালে দিনব্যাপি এই বিতর্ক উৎসবের শুরুতে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বিতর্ক উৎসব শুরু হয়। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠার বসুন্ধরা গ্রুপের সার্বিক সহয়তায় দিনব্যাপি এই বিতর্ক উৎসবে জেলার মাধ্যমিক পর্যায়ের ১০০টি স্কুল-মাদ্রাসার শিক্ষক ছাড়াও ৫ শতাধিক বিতার্কিত অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধনী করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

উদ্ধোধনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক লায়ন এম আলমগীর, এনডিএফ বিডি’র কর্মকর্তা মহিদুল ইসলাম, বিতর্ক উৎসব কমিটির আহবায়ক এস কে এ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, ইনজামামুল হক প্রমুখ।

বাগেরহাট জেলার শিক্ষার্থীদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এই বিতর্ক প্রতিযোগিতা বাগেরহাট শহরে এই অভূতপূর্ব মিলন মেলার পরিনত হয়। এই ইৎসবে জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্লানচেট বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইংলিশ ডিবেট ওয়ার্কশপ ও সনাতনী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাটে প্রথমবারের মতো বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসবে সার্বিক সহয়তা করায় দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়াম্যান সাফাওয়াত সোবহানকে ক্রেস্ট দেয়া হয়।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়াম্যানের পক্ষে ক্রেস্ট গ্রহন করেন বসুন্ধরা সিমেন্ট সেক্টর সি’এর চিফ সেলস অফিসার (সিএসও) মো. শাহ্ জামাল শিকাদার, বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুর রহমান। এসময়ে বসুন্ধরা গ্রুপের এই দুই কর্মকর্তা তাদের বক্তব্যে বাগেরহাটে এধরনের উৎসবে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সার্বিক সহয়তা অব্যাহত থাকবে বলে জানান তারা। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের সহায়তায় ছাড়াও বিতর্ক উৎসবে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বসুন্ধরা খাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠার বসুন্ধরা গ্রুপের সার্বিক সহয়তায় এই বিতর্ক উৎসব শেষে সমাপনি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বিতার্কিত, অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, পুরস্কারসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন বসুন্ধরা সিমেন্ট সেক্টর সি’এর চিফ সেলস অফিসার (সিএসও) মো. শাহ্ জামাল শিকাদার, বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুর রহমান, যুগ্ম কর কমিশনার মহিদুল ইসলাম, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক লায়ন এম আলমগীর, বাগেহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, বিতর্ক উৎসব কমিটির আহবায়ক এস কে এ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা প্রমুখ।

(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test