E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ঘটছে দুর্ঘটনা

২০২৫ জানুয়ারি ১৭ ১৯:৪১:২২
রাজবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ঘটছে দুর্ঘটনা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাঁচ উপজেলার রেলপথের ৫৭টি বৈধ ও অবৈধ রেলক্রসিং রয়েছে। এসব অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

সূত্র জানায়, রাজবাড়ীর ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা ও বেনাপোল-ঢাকা, রাজবাড়ী-কুষ্টিয়া, পোড়াদহ, রাজশাহী, খুলনা, টুঙ্গিপাড়া, ভাটিয়াপাড়া, ফরিদপুর, ভাঙ্গা, গোয়ালন্দঘাট, কালুখালী-পাংশা যাতায়াত করে। ট্রেনে যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ায় দিন দিন বাড়ছে ট্রেনের যাত্রী। ট্রেন চলাচলের সময় না জানার কারণে এসব দুঘর্টনা ঘটছে।

রাজবাড়ী রেলওয়ে থানা সূত্র জানায়, রাজবাড়ী জেলা অংশের রেলপথে বিভিন্ন স্থানে ৫৭টি বৈধ ও অবৈধ রেল ক্রসিং রয়েছে। বৈধ ৪৩টি। ২১ টিতে বেড়িয়ার ও গেটম্যান থাকলেও কম গুরুত্বপূর্ণ ২২টিতে কোনো বেড়িয়ার-গেটম্যান নেই। অবৈধ ১৪টি রেলক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে এগুলো তৈরি করেছেন। এই ক্রসিংগুলো সম্পূর্ণ অরক্ষিত। এখানে কোনো বেড়িয়ার নেই। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বহরপুর বাজার রেলক্রসিংয়ে গেটম্যান বলেন, ট্রেন আসার আগে গেট নামালেও মানুষ অমান্য করে চলাচল করে। আমাদের থাকার জায়গায় বিদ্যুতের ব্যবস্থা নেই। এ কারণে দূরে স্টেশনে গিয়ে রাত যাপন করতে হয়।

বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ রেলক্রসিং বন্ধ করে আসছেন। অন্যান্য অবৈধ রেলক্রসিং বন্ধের কার্যক্রম অব্যাহত রয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test