E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

২০২৫ জানুয়ারি ১৭ ১৮:২০:৩৭
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : আদর্শ সদরে গতরাতে ২৩ বীরের একটি ঝুঁকিপূর্ণ অভিযানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্পাদক কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাত ৩ টায় ক্যাম্পের একটি টহল দল তার বাসভবনে অভিযান চালায়।

কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি প্রাক্তন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল, এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন।

এছাড়া, আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪টি মামলা রয়েছে।
২৩ বীরের সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে কবির শিকদারকে সফলভাবে গ্রেফতার করা সম্ভব হয়েছে জানায়। অভিযানের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

২৩ বীরের এই নিরলস প্রচেষ্টা কুমিল্লা শহরের নিরাপত্তা রক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি সাধারণ জনগণের মাঝে আস্থার সৃষ্টি করেছে বলে জনায় স্থানীয়রা।

(এম/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test