E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ

২০২৫ জানুয়ারি ১৭ ১৮:১৭:৪৯
রাজবাড়ীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বাজার বন্ধ রেখে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে চৌরাস্তা মোড়ে কালুখালী-বালিয়াকান্দি সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বাজার ব্যবসায়ীরা।

প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবী জানিয়ে সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, ইলেকট্রনিক্স ব্যবসায়ী খন্দকার আল মামুন, মাজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মোঃ মোস্তাফিজুর রহমান রাজিব, ফার্মাসিস্ট মোঃ ওয়াজেদ আলী, ইলেকট্রনিক ব্যবসায়ী আব্দুল করিম, কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, ব্যবসায়ী আজিজুল ইসলাম, ব্যবসায়ী জয়নাল আবেদীন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাজারের সার ব্যবসায়ী আব্দুস সাত্তারের দোকানের সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় মোটরসাইকেল আরোহী শিমুলের সাথে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ৪-৫জনকে সাথে নিয়ে এসে ব্যবসায়ীকে মারধর করে। এ হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে খবর পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে নিরাপত্তার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বাজার নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে। রাতে সোনাপুর এলাকায় পুলিশ টহল জোরদার করা হবে। অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ প্রদানের জন্য বাজার ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test