E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 

২০২৫ জানুয়ারি ১৬ ১৯:২১:২৪
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর আলি, প্রচার সম্পাদক মিহির সাহা, হযরত আলি, রজব আলি, মইনুল ইসলাম, শিব প্রসাদ আহাদ আলি মল্লিক প্রমুখ।

বক্তার বলেন, সারা বাংলাদেশে ৪ লাখ ৭০ হাজার রেস্তোরা আছে। তাদের আগে ভ্যাট দিতে হতো ৫ ভাগ। সেটা এখন ১৫ ভাগ করা হয়েছে। সেটা অমানবিক। বক্তারা অভিলম্বে রেস্তোরাঁর উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

(আরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test