E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরনদীতে জমির মধ্যে শিশুর রক্তাক্ত লাশ

হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজন আটক

২০২৫ জানুয়ারি ১৬ ১৮:৪২:০৬
হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজন আটক

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার ভোরে শিশু সাফওয়ানের (৫) রক্তাক্ত লাশ জমির মধ্য থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে। উত্তেজিত এলাকাবাসী আটককৃতদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের।

নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের ইমরান শিকদারের ছেলে। সাফওয়ানের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে রহস্যজনকভাবে সাফওয়ান নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন সাফওয়ানের দাদা বারেক শিকদার।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে স্থানীয় মান্না বেপারীর বিল্ডিংয়ের পিছনের একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একই বাড়ির লোকমান চৌধুরীর বসত ঘরে তল্লাশী চালিয়ে হত্যার বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান চৌধুরীর ছেলে রুমান চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃত ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, বিনাকারণে তাকে এলাকার কতিপয় ব্যক্তি মারধর করে গুরুতর আহত করেছে। তবে এলাকাবাসীর অভিযোগ শিশু সাফওয়ান হত্যাকান্ডের সাথে ইউপি সদস্যর সরাসরি যোগ সূত্রের আলামত রয়েছে। সূত্রে আরও জানা গেছে, নিহত শিশুর দাদা বারেক শিকদারের সাথে জমাজমি নিয়ে প্রতিবেশী লোকমান চৌধুরীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। অপরদিকে শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ উদ্ধারের পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test