E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলা

২০২৫ জানুয়ারি ১৬ ১৮:৩৭:২৩
ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) রাতে এশার নামাজে যাওয়ার সময় বাড়ির পাশে ওই হামলার শিকার হন তিনি।

আজ বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'অধ্যাপক মো. মনজুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুরুল ইসলাম তাঁর শহরের বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এ সময় কলেজের সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে একজন নেমে রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।

এদিকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে কলেজটির সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ তারা কলেজের সামনের রাস্তাটি শিক্ষার্থী ব্লক করে বিক্ষোভ করতে থাকলে রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ওই এলাকার অন্যান্য রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে কোতয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এরপর শিক্ষার্থীরা সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং অধ্যক্ষ অধ্যাপক মনজুরুল ইসলাম ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

(আরআর/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test