E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

২০২৫ জানুয়ারি ১৬ ১৫:৩৫:১২
রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে আদিবাসী পাড়া, মরডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ভান্ডারিয়া বাজার এলাকায় দরিদ্র মানুষ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে এ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র বিতরণের সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছেন, শীতার্তদের কষ্ট লাঘবে জেলা প্রশাসন বরাবরই সচেষ্ট। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।

(একে/এএস/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test