E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মুজাহিদ সভাপতি, তারিক সম্পাদক

জামালপুরে জাতীয় কবিতা পরিষদের কমিটি গঠন

২০২৫ জানুয়ারি ১৪ ১৯:৩৭:০১
জামালপুরে জাতীয় কবিতা পরিষদের কমিটি গঠন

রাজন্য রুহানি, জামালপুর : কবি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীকে সভাপতি ও কবি চিকিৎসক তারিক মেহের রনিকে সম্পাদক করে জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কবি মাহবুব বারীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন- সহসভাপতি কবি শেখ ফজল ও কবি রজব বকশি, যুগ্ম সাধারণ সম্পাদক কবি বাচিকশিল্পী ফারজানা ইসলাম ও মিনহাজ উদ্দিন শপথ, অর্থ সম্পাদক কবি প্রফেসর আব্দুল হাই আলহাদী, সাংগঠনিক সম্পাদক কবি অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সহসাংগঠনিক সম্পাদক কবি আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কবি গল্পকার আরিফুর রহমান, সহপ্রকাশনা সম্পাদক কবি বাচিকশিল্পী হৃদয় লোহানী, প্রচার সম্পাদক কবি সাংবাদিক রাজন্য রুহানি, সহপ্রচার সম্পাদক কবি এরশাদ জাহান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কবি জয়শ্রী ঘোষ, কবি রুবেল প্রাকৃতজন, কবি তারিকুল ফেরদৌস, জুনায়েদ খালিদ, কবি শাহেদা ফেরদৌসী, কবি প্রতিমা ধর, কবি মোহাম্মদ তোফায়েল হোসেন ও কবি আবু সায়েম মো. সা'-আদাত উল করিমকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া উপদেষ্টা হিসেবে কবি মুক্তিযোদ্ধা ফাররোখ আহমেদ, কবি সম্পাদক মাহবুব বারী, কবি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, কবি আলী জহির, কবি কায়েদ উজ জামান, কবি মাসুম মোকাররম ও কবি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম নির্বাচিত হয়েছেন।

বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু ও অনন্যা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন কবি শাহ খায়রুল বাশার, কবি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, কবি সুলতান আদিত্য প্রমুখ।

কবিতা পরিষদের আহবায়ক কমিটির প্রকাশিত জেলার সাহিত্য-সংস্কৃতির তথ্যভিত্তিক বুলেটিন-১ এর মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়। একই সংগে কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী সম্পাদিত ভাঁজপত্র 'বর্ণভূমি' বিতরণ করা হয়।

(আরআর/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test