E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাগুরায় ইসাডোর শীতবস্ত্র বিতরণ

২০২৫ জানুয়ারি ১৪ ১৯:৩৪:০১
মাগুরায় ইসাডোর শীতবস্ত্র বিতরণ

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো ৪শ’ ৫০ জন শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে।

আজ মঙ্গলবার সকালে সংস্থার এম আর রোডের অস্থায়ী কার্যালয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসাডোর চেয়ারম্যান মো. হাসানুজ্জামান খান, নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের, স্বপ্নীল ফাউন্ডেশনের মো. আব্দুল হালিম ও সাংবাদিক শামীম খান উপস্থিত ছিলেন।

ইসাডোর নিবার্হী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের বলেন, প্রতি বছর শীতর সময় সংস্থার পক্ষ থেকে জেলার অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, মাদ্রাসার এতিম শিশু ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হয়। এ বছর মাগুরা ও শ্রীপুর ৪শ’৫০ জন শীতার্ত মানুষর মাঝ কম্বল ও শিশুদের পোশাক বিতরণ করা হয়েছে। ইসাডো মাগুরার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

(এম/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test