E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বোয়ালমারীতে তারুণ্যের মেলা অনুষ্ঠিত 

২০২৫ জানুয়ারি ১৪ ১৯:০১:২৮
বোয়ালমারীতে তারুণ্যের মেলা অনুষ্ঠিত 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের মেলা ও ইংরেজী উৎসব, ষষ্ঠ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস,নবীণ বরণ, বিতর্ক প্রতিযোগিতা ও টকশো অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী চলমান এই মেলায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংস্কৃতির নানা উপকরণ, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুথানের গ্রাফি প্রদর্শন করেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতি আগ্রহ দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

প্রথমদিনের অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বর্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী। রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোক্তার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(কেএফ/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test