E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ইউপি সদস্যের দুই শতাধিক পান বরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:৪৩:৪৪
ইউপি সদস্যের দুই শতাধিক পান বরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাতের আধাঁরে যুবলীগ নেতা ও ইউপি সদস্যর পানের বরজে অগ্নিসংযোগ করে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের।

বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, শৌলকর গ্রামের তার ডিক্রিকৃত ৭৬ শতক জমিতে ২৪০ খানা পান বরজ নির্মান করে দীর্ঘদিন থেকে পানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সোমবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ গোলাম হোসেন ও জব্বার তালুকদারের নেতৃত্বে পান বরজে আগুন দিয়ে পুরো বরজ পুড়িয়ে দেয় এবং রাতের আধাঁরেই সেখানে ঘর নির্মান করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পানবরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গোলাম হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই জমি নিয়ে দুইপক্ষের মধ্যে আদালতে মামলা চলমান আছে। এতোদিন ইউপি সদস্যে মান্নান ভোগ দখল করে আসছিলো জমি। গত ৫ আগষ্টের পর গোলাম হোসেন ও জব্বার তালুকদার গংরা নিজেদের বিএনপি কর্মী-সমর্থক দাবী করে আদালতে চলমান মামলা থাকা সত্বেও জমি দখল করে নেয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test