E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বেকার সমস্যা নিরসনে কাজ করছে সরকার’

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:৪০:৪৮
‘বেকার সমস্যা নিরসনে কাজ করছে সরকার’

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেছেন, শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে অন্তবর্তীকালীণ সরকার আন্তরিক। দেশের বেকার সমস্যা নিরসনে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহন করেছে সরকার। 

তারুণ্যের উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, তরুনরা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে জাগিয়ে তোলা, তরুনদের দেশ গড়ার কাজে লাগানোর দায়িত্ব আমাদের। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম, সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, মো. নাজিম উদ্দিন, ওসি মো. ইউনুস মিয়া। শেষে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন অতিথিরা।

(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test