E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাজারে চাপ কমলে সবকিছু স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ১৪ ১৭:০৯:৫৭
বাজারে চাপ কমলে সবকিছু স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতি কার্যদিবসে উপজেলা গুলোতে দুই মেট্রিক টন করে ওএমএসে চাল দেওয়া হচ্ছে। দরকার হলে আমরা এটা আরও বাড়াবো। আস্তে আস্তে বাজারে চাঁপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে। ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে।

গতকাল সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আরও বলেছেন, আমন বরিশাল অঞ্চলে দেরিতে হয়। তবে আমরা আশা করছি আমনের জন্য যে সময়সীমা নির্ধারন করা হয়েছে, সে সময়সীমা অনুসারে আমন সংগ্রহ করা সম্ভব হবে। বরিশাল অতীতে যেসব কাজে সফল হয়েছে সেসব বিষয়ে তারা সফল হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানী করা হচ্ছে। দেশে চাল আমদানি করা হচ্ছে গুদাম ভরে রাখার জন্য নয়। সবশেষে তিনি বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন। এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test