E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সিগারেটের মূল্য বৃদ্ধি, বেকাদায় ধুমপায়ীরা 

২০২৫ জানুয়ারি ১৩ ১৭:৫২:৫৯
সিগারেটের মূল্য বৃদ্ধি, বেকাদায় ধুমপায়ীরা 

রূপক মুখার্জি, নড়াইল : সরকার পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বৃদ্ধি করায় আবারও বেড়েছে সিগারেটের দাম। হঠাৎ করে সিগারেটের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ধুমপায়ীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত দুটি অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। অধ্যাদেশে বলা হয়, সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে।

বর্তমানে বাজারে যে সব সিগারেটের দাম বেড়েছে সে গুলো হলো, বেনসন, গোল্ডলিপ, ডারবী, লাকি, লাকী সুইচ, ষ্টার, রয়েল নেকস্ট প্রভৃতি। একই সাথে ২০ টাকার এক প্যাকেট
বিড়ির দাম বেড়ে ২৫ টাকায় উঠেছে।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, সরকার চারস্তরে সিগারেটের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করায় হঠাৎ করে বিভিন্ন ব্রান্ডের সিগারেটের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভ্যাট ও শুল্ক মূল্য বৃদ্ধির আগে ১২ শলাকাযুক্ত ছোট বেনসন সিগারেটের প্যাকেট বিক্রি হতো ১৯৪ টাকা, এখন বিক্রি হচ্ছে ২২২ টাকায়। ২০ শলাকাযুক্ত বড় বেনসন সিগারেটের প্যাকেট ৩২৪ টাকা থেকে বেড়ে ৩৭০ টাকায় উঠেছে। ফলে প্রতি পিচ (শলাকা) সিগারেটের দাম বেড়েছে ২ টাকা। এর ফলে ধুমপায়ীরা পড়েছে চরম বিপাকে। অনেক ধুমপায়ী ইতোমধ্যে সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছেন।

নিম্নস্তরে ভ্যাট ও শুল্ক আরোপ করায় সবচেয়ে বেশি দাম বেড়েছে ডারবী সিগারেটের। ভ্যাট ও শুল্ক মূল্য বৃদ্ধি পাওয়ায় ৫২ টাকার ডারবী সিগারেট এখন ৭২ টাকায় বিক্রি হচ্ছে। আগে ডারবী সিগারেট প্রতি শলাকা খুচরা মূল্যে বিক্রি হতো ৬ টাকা, এখন তা বেড়ে ৮ টাকা। ডারবী সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেচাকেনায় যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তেমনি ধুমপায়ীরা পড়েছে চরম বিপাকে। মূল্য বৃদ্ধির কারণে অধিকাংশ ধুমপায়ীরা সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছেন।

শহরের গোপীনাথপুর এলাকার ধুমপায়ী সাংবাদিক রাশেদ রাসু বলেন, 'হঠাৎ করে সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। দাম বৃদ্ধির কারণে সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছেন তিনি।

লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার চায়ের দোকানী মন্টু খান বলেন, 'হঠাৎ করে সিগারেটের দাম বেড়ে যাওয়ায় বেচাকেনা কমেছে। তাছাড়া সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধুমপায়ীরা সিগারেট কম ক্রয় করছে।’

গণমাধ্যমকর্মী কাজী ইমরান বলেন, 'হঠাৎ সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধুমপায়ীরা পড়েছে চরম বিপাকে। অনেক ধুমপায়ী সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছেন।’ তিনি অবিলম্বে সিগারেটের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ কমানোর দাবি জানিয়েছেন।

(আরএম/এসপি/জানুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test