E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫ 

২০২৫ জানুয়ারি ১৩ ১২:৪৫:৫৩
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫ 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার(১২ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ৬ জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এরই প্রতিবাদে আজ রবিবার বিকেল তিনটার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোটা এবং দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।

(এমএজে/এএস/জানুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test