E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ চোরাকারবারি আটক

২০২৫ জানুয়ারি ১৩ ০০:১৫:১৬
সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ চোরাকারবারি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের দুই পিস তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক চোরাকারবাবির নাম মো. কামাল হোসেন (৩৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপনে খবর পান যে, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল রবিবার দুপুর দুটোর দিকে কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তা হতে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহজন বাংলাদেশী নাগরিক মো. কামাল হোসেনকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি (তেজাবি) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৯১ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি টি বাইসাইকেল ও নগদ এক হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নেট অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(আরকে/এএস/জানুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test