E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরনদীতে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০২৫ জানুয়ারি ১২ ১৯:০২:৪৪
গৌরনদীতে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য হাটবাজারে সংরক্ষিত খালি জায়গা (তোহা বাজার) দীর্ঘদিন ধরে দখল করে আটটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলো পৌরসভা। অবশেষে দখলকৃত তোহা বাজার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী টরকী বন্দরের। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, টরকী বন্দরের মধ্যে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে বসার স্থান ছিলো। যা দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃক অবৈধ ভাবে দখল হয়ে আটটি দোকান নির্মান করা হয়। ওই দোকান থেকে ভাড়া উত্তোলন করে আসছিলো পৌরসভা কর্তৃপক্ষ। অবশেষে প্রান্তিক কৃষক এবং যাদের দোকানপাট দেওয়ার আর্থিক সক্ষমতা নেই তাদের জন্য রোববার দুপুরে দোকান উচ্ছেদ করে সরকারি জায়গাটি উন্মুক্ত করা হয়। যাতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য সেখানে বিক্রয় করতে পারেন। উচ্ছেদ অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি প্রমূখ।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test