E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

লক্ষীদাঁড়ি সীমান্তে বাংলাদেশের কৃষকের জমি চাষে বিএসএফ’র বাধা

২০২৫ জানুয়ারি ১২ ১৮:৪৩:৪৩
লক্ষীদাঁড়ি সীমান্তে বাংলাদেশের কৃষকের জমি চাষে বিএসএফ’র বাধা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার লক্ষীদাঁািড় সীমান্তে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষকের সীমান্ত সংলগ্ন জমি চাষে ভারতীয় সীমান্ত রক্ষী  বাহিনী (বিএসএফ) বাধা দেওয়াকে কেন্দ্র করে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের তিন নং মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে চার সদস্যের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল আশরাফুল হক। চার সদস্য বিশিষ্ঠ বিএসএফ এর নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।

লক্ষীদাঁড়ি গ্রামের শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। শনিবার বিকেলে দুইজন শ্রমিক নিয়ে ওই জমিতে বাবা চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানায়।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সুবেদার জহির আহম্মেদ ও ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমাান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়রদের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোন পক্ষই শূন্য রেখা এলাকায় নির্মাণ কাজ না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে সাতক্ষীরা সীমান্তে কোন উত্তেজনা নেই বলে জানান ওই দুই বিজিবি কর্মকর্তা।

(আরকে/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test