E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০২৫ জানুয়ারি ১২ ১৭:৪১:৪৮
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় দফায় কম্বল বিতরণ করেছে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার। ষড়ঋতু জগদল এর সার্বিক সহযোগিতায় বিতরণকৃত কম্বল পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৯৯২-৯৩ শেসনের শিক্ষার্থীদের সংগঠন অনুভূতি''র অন্যতম সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। 

আজ রবিবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল মাস্টার পাড়ায় অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ও ষড়ঋতু জগদল পঞ্চগড় এর প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার রহিম আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন ষড়ঋতু জগদল পঞ্চগড়ের সাহিত্য সম্পাদক মো.আবু তারেক, দপ্তর সম্পাদক নাছিবুর রহমান (নাবিল) ও ক্রীড়া সম্পাদক রাশেদ রানা। এর আগে প্রথম দফায় বিতরণকৃত কম্বল প্রেরণ করেছিলেন সংশ্লিষ্ট সংগঠনের সাবেক সভাপতি এ টি এম নুরুল আলম মনা।

(আরএআর/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test