E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুন্দরবন দেখতে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু

২০২৫ জানুয়ারি ১১ ২৩:৪৭:৩৩
সুন্দরবন দেখতে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবন দেখতে যেয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে ওয়াপদার রাস্তার নিচে পড়ে প্রকাশ মন্ডল (৪৬)নামের এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের হঠাৎ বাবুর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকাশ মন্ডল কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মৃত অরবিন্দু মন্ডলের ছেলে।

তার সঙ্গী প্রদীপ সরদার (৪৩) বলেন, সকালে তারা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে নিজ নিজ বাড়ি থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে শ্যামনগরে আসেন। শ্যামনগরে পৌঁছানোর পর ভেটখালী বাজারে বিকাশ মন্ডল নামে একজন আত্মীয়র সঙ্গে দেখা করেন। পরে সেখান থেকে ওই আত্মীয়র পরামর্শে সুন্দরবন ভ্রমণের জন্য রমজাননগরের কালিঞ্চী গোলাখালির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ বাবুর দোকানের সামনে পৌঁছালে সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে ওয়াপদার রাস্তার নিচে পড়ে নৌকার সাথে বাড়ি খেয়ে ঘটনাস্থলে প্রকাশ মারা যায়।

তার আত্মীয় বিকাশ মণ্ডল বলেন, প্রকাশ মণ্ডল, প্রদীপ সরদার ও নারায়ণ সরদার তারা তিনজন আমার গ্রামের বাড়ির প্রতিবেশী আত্মীয়। তারা সকালে সুন্দরবন দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে শ্যামনগরে আসে। সেখান থেকে ভেটখালী বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা করে। সেখান থেকে তারা কালিঞ্চীর গোলাখালী যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

(আরকে/এএস/জানুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test