E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার

২০২৫ জানুয়ারি ১০ ১৮:৫৪:০৭
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার

একে আজাদ, রাজবাড়ী : অন্তর্বর্তী সরকারের প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় রাজবাড়ী পেল নতুন ডিসি। রাজবাড়ীর ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) সুলতানা আক্তার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়।

সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরি শুরু করেন। শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান। উচ্চশিক্ষা শেষ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান,জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ হাতে পেয়েছেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই তিনি রাজবাড়ী জেলায় যোগদান করবেন।

(একে/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test