E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে লকপুর গ্রুপের বন্ধ ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

২০২৫ জানুয়ারি ১০ ১৮:৩৯:৫৮
বাগেরহাটে লকপুর গ্রুপের বন্ধ ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন মামলার আসামী লকপুর গ্রুপের চেয়ারম্যন ও সাউথ বাংলা এগ্রিকাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বাগেরহাটে বন্ধ হয়ে যাওয়া রপ্তানিমুখি ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার শ্রমিক।

আজ শুক্রবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় মুনস্টার জুট মিলের সামনে এসব শিল্প প্রতিষ্ঠানেন কয়েক হাজার শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। লকপুর গ্রুপের বন্ধ এসব শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বাগেরহাটে লখপুর ফিস প্রসেসিং লিমিটেড, রূপসা ফিস এ্যান্ড এ্যালাইড ইন্ডাষ্টিজ লিমিটেড, সাউদার্ন ফুডস লিমিটেড, বাগেরহাট সি ফুডস লিমিটেড, মুনস্টার জুট মিলস লিমিটেড, খুলনা প্রিন্টি এ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বাংলাদেশ পলি প্রিন্টিং ইন্টান্যাশনাল লিমিটেড, ইস্টার্ন পলিমার লিমিটেড, সিরামিক ইন্ডাষ্টিসহ ১৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

মানববন্ধনে বাগেরহাট সী ফুডসের শ্রমিক আব্দুল জলিল সরদার, মুনস্টার জুট মিলসের শ্রমিক রিজিয়া বেগমসহ অন্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা জানান, লকপুর গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার মানুষ কাজ করত। বিগত সরকারের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কোটি কোটি টাকা চাঁদা দিতে না পারায় মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এই গ্রুপের সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে এখন খেয়ে না খেয়ে হাজার-হাজার শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। নতুন সরকারের কাছে লবপুর গ্রুপের বন্ধ ১৭টি শিল্প প্রতিষ্ঠানসহ ব্যাংক একাউন্ড দ্রুত খুলে দিয়ে শ্রমিক পরিবারগুলোকে বাঁচানো দাবি জানান।

লখপুর গ্রুপের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অস্বীকার করে জানান, বিগত আওয়ামীল সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের রোষানলে পড়ার কারনে তার রপ্তানিমুখি ১৭টি শিল্প প্রতিষ্ঠান ও ব্যাক হিসাব বন্ধ করে দেয়া হয়। মিথ্যা মামলা দেয়া হয়। এখন সাম্যতার সরকার এসেছে। এই সরকার স্থগিত ব্যাংক হিসেব খুলে দেয়াসহ মিথ্যা মামলা প্রত্যাহার করলে আবারও প্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে বলে জানান।

(এসএস/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test