E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্রীমঙ্গল সরকারি কলেজে তারুণ্যের উৎসবে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:৫৬:০৩
শ্রীমঙ্গল সরকারি কলেজে তারুণ্যের উৎসবে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠা মেলা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে পিঠা মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান। পিঠা মেলা শেষে রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের আহবায়ক মো: সাইফুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, প্রফেসর মো: মুজিবুর রহমান ও সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার।

গণিত বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সুদর্শন শীল বলেন, দেশীয় সংস্কৃতি ও শীতের ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে নানা স্বাদের বাহারি নকশার পিঠাপুলির পসরা সাজায় কলেজের শিক্ষার্থীরা।

বাংলা বিভাগ , অর্থনীতি বিভাগ, ইতিহাস বিভাগ, গণিত বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, একাদশ, দ্বাদশ, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি প্লাটুনসহ মেলায় মোট ১২ টি স্টলে শতাধিক রকমের পিঠার দেখা মিলেছে।

আয়োজকরা জানিয়েছেন, নকশী, ভাপা, রসপুলি, মুগপুলি, পাটিসাপটাসহ শতাধিক বাহারি নকশার পিঠার পসরা বসানো হয়। মুখরোচক এসব পিঠা খেতে লোকজন কলেজ মাঠে এসে জড়ো হন।

(এএ/এসপি/জানুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test