E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় কলেজ ছাত্রকে হাতুড়িপেটা

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:২৫:৩৮
সালথায় কলেজ ছাত্রকে হাতুড়িপেটা

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সাইদুর রহমান শাওন (১৮) নামের এক কলেজছাত্রকে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে শাওনের বাবা মজনু মাতুব্বর হাতুড়িপেটার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।

একই সময় ধাঁরালো অস্ত্র দিয়ে কলেজছাত্র শাওনের পিঠে কোপ দেওয়া হয় বলে দাবি শাওনের পরিবারের। একই সময় শাওনের মোবাইলফোনও কেঁড়ে নেওয়া হয়।

আহত শাওন বালিয়াগট্টি গ্রামের মজনু মাতুব্বরের ছেলে ও ফরিদপুর সিটি কলেজেের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শাওনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, 'সাইদুর রহমান শাওন বালিয়াগট্টি বাজারে তার বাবার দোকান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এসময় পথেমধ্যে স্থানীয় বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক তাকে হাতুড়িপেটা করেন। এ সময় তাকে কিল-ঘুষি ও পিঠে ছুরা দিয়ে কোপ দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এখন সে ব্যাথায় হাসপাতালে কাতরাচ্ছেন।

শাওনের আগামী ১২ জানুয়ারী এইচএসসি ফাইনাল পরীক্ষা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শাওন আহত থাকায় এখন পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এর আগেও ওই একই বাজারে গত রোববার সাজেদ নামের একজনকে মারধর করা হয়। তার একদিন পর সোমবার একটি চাঁদাবাজি মামলার বাদী ফরিদা বেগমের স্বামী ছাত্তার মাতুব্বর নামের এক বৃদ্ধকে মারপিট করা হয়। একইসাথে হত্যার হুমকি দেওয়া হয় চাঁদাবাজি মামলা তুলে নিতে। পরে চাঁদাবাজি মামলার বাদীর পরিবার প্রাণ রক্ষাতে সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কলেজছাত্র শাওনকে হাতুড়িপেটানোর খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, 'এছাড়া একটি চাঁদাবাজি মামলার বাদীর স্বামীকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।'

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, 'কলেজছাত্রকে হাতুড়িপেটাসহ অন্য আরও কয়েকটি ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।'

(এএন/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test